বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর আওতাধীন “খাদ্য নিরাপত্তা পরিসংখ্যান প্রকল্প-২০২২” শীর্ষক প্রকল্পের অধীন Food Security Assessment and Food Insecurity Experience Scale (FIES) বিষয়ক জরিপ পরিচালিত হবে। এ লক্ষ্যে দেশব্যাপী মাঠ পর্যায়ে নির্ধারিত পিএসইউতে গত ১১-১৬ মে ২০২৩ খানা লিস্টিং সম্পন্ন হয়েছে। আগামি ১৫-২৫ জুন ২০২৩ তারিখ পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম CAPI (Computer Assisted Personal Interviewing) পদ্ধতিতে পরিচালিত হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS