Wellcome to National Portal

এক নজরে বান্দরবান (জনশুমারি ও গৃহগণনা ২০২২)

আয়তন: ৪,৪৭৯.০৩ বর্গ কি.মি, মোট জনসংখ্যা: ৪৮১১০৬ পুরুষ: ২৪৬৯৪৭, মহিলা: ২৩৪১৪৬, বার্ষিক জনসংখ্যা ‍বৃদ্ধির হার: ১.৯০, জনসংখ্যার ঘনত্ব: ১০৭, লিঙ্গানুপাত: ১০৫, স্বাক্ষরতার হার: ৬৩.৭৪, খানার সংখ্যা: ১০৬০৬৫, খানার আকার: ৪.৪১, ইন্টারনেট ব্যবহারকারী (১৫ বছর ও তদুর্ধ): ২৯.৫৪%, মোবাইল ব্যাংকিং হিসাবধারী (১৫ বছর ও তদুর্ধ): ৩৫.০৫%

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
Food Security Assessment and Food Insecurity Experience Scale (FIES) বিষয়ক জরিপ
বিস্তারিত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর আওতাধীন “খাদ্য নিরাপত্তা পরিসংখ্যান প্রকল্প-২০২২” শীর্ষক প্রকল্পের অধীন Food Security Assessment and Food Insecurity Experience Scale (FIES) বিষয়ক জরিপ পরিচালিত হবে। এ লক্ষ্যে দেশব্যাপী মাঠ পর্যায়ে নির্ধারিত পিএসইউতে গত ১১-১৬ মে ২০২৩ খানা লিস্টিং সম্পন্ন হয়েছে। আগামি ১৫-২৫ জুন ২০২৩ তারিখ পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম CAPI (Computer Assisted Personal Interviewing) পদ্ধতিতে পরিচালিত হবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
18/05/2023
আর্কাইভ তারিখ
24/08/2028