Wellcome to National Portal

এক নজরে বান্দরবান (জনশুমারি ও গৃহগণনা ২০২২)

আয়তন: ৪,৪৭৯.০৩ বর্গ কি.মি, মোট জনসংখ্যা: ৪৮১১০৬ পুরুষ: ২৪৬৯৪৭, মহিলা: ২৩৪১৪৬, বার্ষিক জনসংখ্যা ‍বৃদ্ধির হার: ১.৯০, জনসংখ্যার ঘনত্ব: ১০৭, লিঙ্গানুপাত: ১০৫, স্বাক্ষরতার হার: ৬৩.৭৪, খানার সংখ্যা: ১০৬০৬৫, খানার আকার: ৪.৪১, ইন্টারনেট ব্যবহারকারী (১৫ বছর ও তদুর্ধ): ২৯.৫৪%, মোবাইল ব্যাংকিং হিসাবধারী (১৫ বছর ও তদুর্ধ): ৩৫.০৫%

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
টেকসই উন্নয়ন অভীষ্ট পরিবীক্ষণে প্রায়োগিক সাক্ষরতা নিরূপণ জরিপ (LAS) প্রকল্প
বিস্তারিত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সেন্সাস উইংয়ের আওতাধীন ‘টেকসই উন্নয়ন অভীষ্ট পরিবীক্ষণে প্রায়োগিক সাক্ষরতা নিরূপণ জরিপ (LAS) প্রকল্প’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের ‘প্রায়োগিক সাক্ষরতা নিরূপণ জরিপ ২০২৩’ কার্যক্রম সারা দেশের মত বান্দরবানেও মাঠ পর্যায়ে নির্ধারিত৬৪টি পিএসইউতে গত ০১ মার্চ ২০২৩ খ্রি. থেকে ২০ মার্চ ২০২৩ খ্রি. ২০ দিনব্যাপী ডিজিটাল পদ্ধতি, CAPI (Computer Assisted Personal Interviewing) ব্যবহার করে তথ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
03/05/2023
আর্কাইভ তারিখ
07/06/2028