Wellcome to National Portal

এক নজরে বান্দরবান (জনশুমারি ও গৃহগণনা ২০২২)

আয়তন: ৪,৪৭৯.০৩ বর্গ কি.মি, মোট জনসংখ্যা: ৪৮১১০৬ পুরুষ: ২৪৬৯৪৭, মহিলা: ২৩৪১৪৬, বার্ষিক জনসংখ্যা ‍বৃদ্ধির হার: ১.৯০, জনসংখ্যার ঘনত্ব: ১০৭, লিঙ্গানুপাত: ১০৫, স্বাক্ষরতার হার: ৬৩.৭৪, খানার সংখ্যা: ১০৬০৬৫, খানার আকার: ৪.৪১, ইন্টারনেট ব্যবহারকারী (১৫ বছর ও তদুর্ধ): ২৯.৫৪%, মোবাইল ব্যাংকিং হিসাবধারী (১৫ বছর ও তদুর্ধ): ৩৫.০৫%

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ‘স্থানীয় নারী রেজিস্ট্রার' নিয়োগ বিজ্ঞপ্তি (সংশোধিত)
বিস্তারিত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ইন ডিজিটাল প্ল্যাটফর্ম’ শীর্ষক প্রকল্পের আওতায় কম্পিউটার অ্যাসিসটেড পারসোনাল ইন্টারভিউয়িং (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ কাজের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত সংখ্যক ‘স্থানীয় নারী রেজিস্ট্রার’ নিয়োগের লক্ষ্যে জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর ভিত্তিতে প্রণীত Integrated Multipurpose Sample (IMPS) অনুসরণপূর্বক সংযুক্ত প্রাথমিক নমুনা এলাকা (পিএসইউ)’র সীমানা এলাকায় বসবাসকারী নারী বাসিন্দাদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে:।

প্রকাশের তারিখ
30/04/2024
আর্কাইভ তারিখ
15/04/2055