দেশের জনসংখ্যার বর্তমান অবস্হা নিরূপনের লক্ষ্যে আগামী ২০ মে হতে ১৫ জুন দেশব্যাপী ’আর্থসামাজিক ও জনমিতিক জরিপ-২০২৩’ অনুষ্ঠিত হবে।
এ জরিপে ১২,০৪০ টি PSU (প্রাইমারি স্যাম্পল ইউনিট) হতে ৩,০১,০০০ টি খানার তথ্য Computer Assisted Personal Interviewing (CAPI) সংগ্রহ করা হবে। ইতোমধ্যে Geographic Information System (GIS)
ইতোমধ্যে Geographic Information System (GIS) ব্যবহারপূর্বক জরিপে ব্যবহারের জন্য ১২,০৪০টি পিএসইউ ম্যাপ প্রস্তুত করা হয়েছে।
Integrated Census Management system (ICMS) এর মাধ্যমে জরিপের তথ্য সংগ্রহকারীর রিয়েল টাইম মরনটরিং করা হবে। উল্লেখ্য, ‘আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩’ মনিটরিং এর জন্য ১০ (দশ) জন বিভাগীয় সুপারভাইজিং অফিসার, ৯০ (নব্বই) জন জেলা সুপারভাইজিং অফিসার, ১০০ (একশত) জন উপজেলা সুপারভাইজিং অফিসার এবং ৩,০০০ (তিন হাজার জন) তথ্য সংগ্রহকারী এই জরিপে সরাসরি জড়িত থাকবেন।
জাতীয় গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞে সম্পৃক্ত সকল জনবলকে সাহায্য ‘আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩’ সফল করার আহবান
জানাচ্ছি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস